টিডিএন বাংলা ডেস্ক : টানা ৬ দিন পর কাবু। মঙ্গলবার সকালে ধরা পড়ল কুলতলির বাঘ। ঘুমপাড়ানি গুলিতে অবশেষে কাবু করা গেল বাঘকে।
এদিন বাঘকে আয়ত্তে আনতে দমকল আনা হয়। জঙ্গলের কাছেই বোটে ইঞ্জিন থেকে জল স্প্রে করা হয়। কুলতলির ডোঙ্গাজোড়ায় শেখপাড়ার জঙ্গলে বাঘকে ফাঁদে ফেলার জন্য দু’টি খাঁচা পাতা হয়েছিল। বন দফতর সূত্রে খবর, দু’টি ঘুম পাড়ানি গুলি খেয়ে বাঘটি মাটিতে নেতিয়ে পড়ে। এরপর বাঘটিকে খাঁচাবন্দি করে লঞ্চে নিয়ে আসা হবে।
বাঘ দেখতে জঙ্গলে উপচে পড়া ভিড় স্থানীয়দের। এই জঙ্গলেই পাঁচদিন ধরে লুকিয়েছিল রয়াল বেঙ্গলটি। মাঝেমধ্যেই পাওয়া যাচ্ছিল তার পায়ের ছাপ। প্রত্যেক মুহূর্তে আতঙ্কে কাটাচ্ছিলেন স্থানীয়রা। বনকর্মীরা বাঘ ধরতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে রাতভর কোনও পাত্তা পাওয়া যায়নি। শেষমেষ বনদফতর ডেকে আনে দমকলকে। জলের তোড়ে বাঘকে নির্দিষ্ট দিকে আনার চেষ্টা শুরু হয়। বাঘ কিছুটা সরে আসতেই পরপর দুটো ঘুম পাড়ানিগুলি মারে বনকর্মীরা। তাতেই কেল্লাফতে। জানা গেছে, চিকিৎসার পর বাঘটিকে ফের সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।