টিডিএন বাংলা ডেস্ক : দলিত নির্যাতনের ঘটনা যোগী রাজ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমেঠির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বছর দশেকের এক নাবালিকাকে বেঁধে ব্যাপক মারধর। একটি পরিবারের বেশ কয়েকজন মিলে মারধর করা হয় তাকে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বছর দশেকের একটি বাচ্ছা মাটিতে ফেলে পায়ের পাতায় লাঠি দিয়ে মার। যন্ত্রণা সহ্য করতে না পেরে কোনও ক্রমে সে পা সরিয়ে নিলে তাকে চুলের মুঠি ধরে ব্যাপক মারধর। আবার তার পা টেনে সোজা করে একইভাবে নির্যাতন চালানো হয়। ইতিমধ্যেই নির্যাতনকারী পরিবারকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিও এই ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন।