টিডিএন বাংলা ডেস্ক: দলিত ছাত্রীরা খাবার পরিবেশন করেছিল বলে সব খাবার ছুঁড়ে ফেলে দেয় বাবুর্চি।ঘটনাটি ঘটেছে উদয়পুরের একটি সরকারি স্কুলে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ৫৫বছর বয়সী অভিযুক্ত বাবুর্চি লালুরাম গুর্জারকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, শুধু খাবার ফেলে দ্যেই শান্ত হননি ওই বাবুর্চি। ছাত্রীদের সঙ্গে বাজে ব্যবহারও করেন তিনি। এরপর ছাত্রীরা বাবুর্চির বৈষম্যমূলক মনোভাবের জন্য পুলিশের কাছে অভিযোগ করলে গ্রেফতার করা হয় ওই বাবুর্চিকে। ডেপুটি এসপির মতে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং লালু রামকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ডিম্পল মেঘওয়াল (১৩) এবং নিমা মেঘওয়াল (১৪) শুক্রবার গোগুন্ডা থানার ভারোদি গ্রামের সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে দুপুরের খাবারের সময় মুসুর ডাল এবং রুটি পরিবেশন করে। ডিম্পল সপ্তম শ্রেণীতে এবং নিমা অষ্টম শ্রেণীতে পড়ে। এতেই রেগে যান ওই বাবুর্চি।অভিযুক্ত লালুরাম গুর্জর। ছাত্রদের উদ্দেশে বলেন, ওরা নিম্নবর্ণের, তোমরা খাবার কেন খাচ্ছ? শুধু তাই নয়, লালুরাম এরপর ওই দুই ছাত্রীকে গালিগালাজও করেন। লালুরামের ওই কথা শোনার পর অনেক ছাত্ররাই খাবার ফেলে দেয়। লালুরামও মেখে রাখা ময়দা ও অবশিষ্ট ডাল ফেলে দেয়। এসসি-এসটি আইনের সঙ্গে সম্পর্কিত এই মামলার তদন্ত করছেন ডেপুটি এসপি ভূপেন্দ্র সিং।