HighlightNewsদেশ

যোগী রাজ্যে দলিত হত্যা! উঠছে গণধর্ষণের অভিযোগও

টিডিএন বাংলা ডেস্ক : ফের যোগীরাজ্যে হিংসার শিকার দলিতরা। কুপিয়ে খুন করা হয়েছে প্রয়াগরাজে একটি দলিত পরিবারের চার সদস্যকে। নিহতদের মধ্যে ১৬ বছরের এক কিশোরী এবং ১০ বছরের একটি শিশু রয়েছে। খুনের আগে ওই বালিকাকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ। সেখানে যেতে পারেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।

একই পরিবারের চারজনকে নির্মম ভাবে খুন। প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকাজুড়ে। নিহতদের পরিবারের অভিযোগ, উচ্চবর্ণ ওই পরিবার এর আগেও এই পরিবারের সদস্যদের উপরে নির্যাতন চালিয়েছে। নিহতদের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই দুই পরিবারের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। বারবার উচ্চবর্ণ পরিবারটি নির্যাতন চালাত দলিত পরিবারটির উপরে। গত সেপ্টেম্বরে বিষয়টি চরমে পৌঁছয়। ২১ সেপ্টেম্বর তাঁদের মারধর করা হয় বলেও উঠছে অভিযোগ। সপ্তাহখানেক পরে এফআইআর দায়ের হয়। যদিও তা নির্যাতিতদের পরিবারের বিরুদ্ধেই দায়ের করা হয়। এবারও খুনের ঘটনা চেপে যাওয়ার দিতে পুলিশের ওপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

পুলিশ অবশ্য এই ঘটনা নিয়ে মন্তব্য করতে নারাজ। প্রয়াগরাজের পুলিশ সুপার জানিয়েছেন, ”ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

Related Articles

Back to top button
error: