HighlightNewsদেশ

যৌন নির্যাতনের অভিযোগ না তোলায় দলিত তরুণকে পিটিয়ে খুন, নির্যাতিতা ও মাকে নগ্ন করে মারের অভিযোগ

টিডিএন বাংলা ডেস্ক: তার অপরাধ, চার বছর আগে তার দিদি চারজনের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং মারধরের অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। চার বছর আগের সেই ঘটনার মাশুল দিতে হল এতদিন পর। শ-খানেক লোকজন এসে হাজির হয়েছিল অভিযোগকারিণীর বাড়িতে। তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি নগ্ন করে মারধর করা হল তাঁর মাকে। সেই সঙ্গে পিটিয়ে মারা হল তাঁর ১৮ বছর বয়সি ভাইকে! ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। মৃত যুবকের দিদি জানিয়েছেন, চার বছর আগে সেই অভিযোগে ভিত্তিতে যারা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল, এদিনের ঘটনার পিছনেও তাদেরই হাত রয়েছে। মৃতের মা জানিয়েছেন, তাঁর ছেলেকে এমন বেধড়ক মারা হয় যে তাকে বাঁচানো যায়নি। ‘আমাকে সবার সামনে বিবস্ত্র করে দেওয়া হয়। পরে পুলিশ এসে আমাকে একটা তোয়ালে দেয়। যতক্ষণ না আমাকে একটা শাড়ি দেওয়া হয় ততক্ষণ আমি ওই তোয়ালে জড়িয়েই দাঁড়িয়ে ছিলাম,’ কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তরা তাঁদের বাড়িতে হামলা চালিয়ে সবকিছু লন্ডভণ্ড করে দিয়েছে। এমনকী, ঘরের চালটুকুও আস্ত নেই। একটি বাড়িতে ভাঙচুর চালানোর পর তাঁর আরও দুই ছেলের খোঁজে অন্য একটি বাড়িতেও গিয়ে হামলা চালায় অভিযুক্তরা। মৃতের কাকিমা জানিয়েছেন, অভিযুক্তরা তাঁদের বাড়িতেও ঢুকে পড়ে এবং তাঁর স্বামী ও সন্তানদের হুমকি দেয়। ‘ওরা আমার সন্তান ও স্বামীকেও মেরে ফেলত। এমনকী, আমাদের ফ্রিজ খুলেও তল্লাশি করেছে ওরা, দাবি তাঁর।এই ঘটনার পরেই গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃতের পরিবার ইতিমধ্যেই ছেলের শেষকৃত্য সম্পন্ন করেছে। ঘটনায় ন’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে এবং তিনজনের বিরুদ্ধে তফসিলি জাতি/ তফসিলি উপজাতি আইনের অধীনে অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব উইকে। সূত্র- দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: