টিডিএন বাংলা ডেস্ক: কথা মত কাজ শেষ করার পর পারিশ্রমিকের ন্যায্য টাকা চাওয়ায় এক দলিত যুবককে ধোরে ব্যাপক মারধর করে পড়ানো হল জুতোর মালা। এখানেই শেষ নয় এরপর তাকে প্রস্রাব খেতে বাধ্য করল ৩ যুবক। দীর্ঘ প্রায় ৫ ঘন্টা ধরে ওই যুবকের উপরে চলে এই অমানুষিক বর্বরচিত নির্যাতন। তারপরে আবার সেই পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেয় ওই ৩ যুবক।
এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিরোহি জেলায়। নির্যাতিত ওই দলিত যুবক ভরত কুমার পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। গত কয়েক দিন পূর্বে তিনি স্থানীয় একটি ধাবায় ইলেকট্রিকের কিছু কাজ করেন। সেই কাজের মোট বিল দাঁড়ায় ২১ হাজার ১০০ টাকা। কিন্তু তারা মাত্র ৫ হাজার টাকা দেয় ভরতকে। বাকি টাকা তারা দিতে অস্বীকার করলে ভরত পুলিশে অভিযোগ জানানোর হুমকি দেয়। এরপরই ওই ৩ যুবক ভরতের উপরে ঝাপিয়ে পড়ে। ঘটনার পর ভরত কুমার স্থানীয় থানায় অভিযুক্তদের নামে এফআইআর দায়ের করেন। এফআইআর পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ সুপার দীনেশ কুমার।