বিজেপি শাসিত উত্তরাখণ্ডে দলিতকে ‘পিটিয়ে খুন’!

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : ফের দলিতকে পিটিয়ে খুনের অভিযোগ। উত্তরাখণ্ডের চম্পাওয়াতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতের নাম রমেশ রাম। পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যা দেখে পরিবারের দাবি, বেধড়ক মারধরের জেরেই এই মৃত্যু।

নিহত রমেশের স্ত্রী তুলসী দেবীর দাবি, কেদারনাথ গ্রামে তার স্বামীর টেলারিং এর দোকানে কাজ করতেন। দোকানের মালিক দুঙ্গার সিংয়ের বাড়িতে ২৮ নভেম্বর নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। অনেক রাত হলেও বাড়ি আসছেন না দেখে, স্ত্রী তাকে ফোন করেন। ফোন অন্য কোনও ব্যক্তি ধরেছিলেন। তাকে জানান, রমেশ পরদিন সকালে বাড়ি ফিরবেন। কিন্তু পরের দিন সকালে অজ্ঞাত পরিচয় একজন তুলসী দেবীকে ফোন করে জানান, তার স্বামী জ্ঞান হারিয়েছেন। হাসপাতালে নিয়ে যেতে হবে। তাকে প্রথমেই লোহাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে হালদোয়ানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রমেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

রমেশের ছেলে সঞ্জয়ের দাবি, “বাবার সারা গায়ে আঘাতের চিহ্ন ছিল। দেখে বোঝা যাচ্ছিল মারধর করা হয়েছে তাকে। হালদোয়ানি যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে বাবা আমাকে বলেন, উচ্চবর্ণের সকলের সঙ্গে এক জায়গায় খেতে বসেছিলেন তিনি। সেই ‘অপরাধে’ তাকে মারধর করা হয়েছে। চম্পাওয়াতের পুলিশ সুপার দেবেন্দ্র পিঞ্জা বলেন, মামলাটির সবদিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।