নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: এনআরসির বিরুদ্ধে ও উদ্বাস্তুদের নাগরিকত্ব নিশ্চিত করার দাবিতে সমাবেশ করলো দামাল বাংলা। বুধবার কলকাতার মৌলালিতে সভায় দামাল বাংলার পক্ষ থেকে সভায় নেতৃবৃন্দরা অবিলম্বে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার ফেরত, উদ্বাস্তু সমস্যা সমাধানে বর্তমান ভারতে বসবাসরত প্রত্যেকের নিঃশর্ত নাগরিকত্ব প্রদান, আধার-এন পি আর বাতিলের দাবি তোলেন। সমাবেশে বক্তব্য পেশ করেন ঈমতিয়াজ আহমেদ মোল্লা, শিবব্রত সানা, প্রশান্ত রায়, শিখা মন্ডল, মিলন মান্ডি, মানিক ফকির, রবীন সোরেন, রাফে সিদ্দিকি, খোয়াবে আমিন, গৌর হেমব্রম, কামারুজ্জামান, দীপক বেপারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বিশিষ্ট লেখক মানিক ফকির দাবি করে বলেন, নয়া আইনে ৩১ হাজার ৩১৩ জন ছাড়া আর একজনও উদ্বাস্তু নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। কারণ, ২০০৩ সালের সিএএ অনুসারে আবেদন করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী একজনও বৈধ শরণার্থী হয়নি। পাশাপাশি ইমতিয়াজ
আহমেদ মোল্লা বলেন, দামাল বাংলা আজ আদিবাসী, দলিত, উদ্বাস্তু ও মাইনোরিটিকে একসূত্রে গেঁথে দিয়েছে। দামালের নেতারা আজ আর কোন গোত্রের নেতা নন, তাঁরা বাংলার নেতা। অন্যদিকে পীরজাদা খোয়াবে আমিন দ্ব্যর্থহীনভাবে বলেন, উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্য মুসলমানরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। বক্তব্য পেশ করতে গিয়ে দামাল বাংলা নেতা
শিবব্রত সানা এনআরসির বিরুদ্ধে সরব হন।