টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ২ দিনের মাথায় আবারও শিরোনামে উঠে আসল উত্তর ২৪ পরগণার দত্তপুকুর! ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত এলাকার কাছাকাছি একটি স্থান থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি। ২ দিন আগেই দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের কারণে হতাহত হয়েছেন প্রায় ১৫ জন। সেই ঘটনায় রাজনৈতিক চাপান উতর চলছেই। এরই মধ্যে সামনে এল এই খবর। গতকাল স্থানীয়রাই প্রতিবাদ জানাতে রাতে সেই কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপর পুলিশ উদ্ধার করে সেই নিষিদ্ধ শব্দবাজি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই গোডাউনে সকলকে দেখানো হত পেঁয়াজের গোডাউন হিসাবে। সূত্রের খবর, সেই কারখানায় একেবারে টন টন শব্দবাজি মজুত করা ছিল।