‘বাড়ির সামনে ডেড বডি নিয়ে যাচ্ছ! তোমার বাড়ির সামনে যদি পচা কুকুর ফেলি”

প্রতিকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী মানস সাহা ওরফে ধূর্জটি। তাঁর মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় প্রবেশের চেষ্টা করেছিল গেরুয়া শিবির। ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার ভবানীপুরের নির্বাচনী সভা থেকে মুখ খোলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বলেন, ”তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি? ভাল হবে!” ভোট পরবর্তী হিংসার শিকার ধূর্জটি। এমনই অভিযোগে সরব বঙ্গ বিজেপি। সেই অভিযোগে মমতার বাড়ি কাছে চলে যান বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতারা। মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সাংসদ অর্জুন সিংয়ের মতো বিজেপি নেতারা। বৃহস্পতিবার রাতে ওই ধুন্ধুমার যখন চলছে, তখন মমতা একটি কথাও বলেননি। বললেন শুক্রবার। এদিন উপনির্বাচনের প্রচারে বেড়িয়ে মমতা বলেন, ”আমি নবান্নে কাজে ব্যস্ত ছিলাম। শুনি ওরা ডেডবডি নিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছে। কত বড় ক্ষমতা বুঝুন! একটা করে কান মুলে দিলে পালিয়ে যাবে। খালি বড় বড় কথা আর ভাষণ। তোমার বাড়ির সামনে যদি একটা কুকুরের ডেডবডি পাঠিয়ে দিই। ভালো হবে? আমার কী মেশিনারি নেই? পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসব। দশদিন l তুমি গন্ধে খেতে পাবে না । বদমাইশি করতে চাইলে কী না করা যায়।” উল্লেখ্য বুধবার মারা যান মানস সাহা। বৃহস্পতিবার তাঁর দেহ নিয়ে কেওড়াতলার দিকে যাচ্ছিলেন। হঠাৎ সববাহী শকট মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তার দিকে যেতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ। ১৪৪ ধারা জারি বলে সেখানে প্রবেশ নিষিদ্ধ বলে জানায় পুলিশ। কিন্তু বিজেপি নেতারা তা পরোয়া করেননি। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। রণক্ষেত্র হয়ে ওঠে ওই এলাকা। যদিও ভোট পরবর্তী হিংসায় মগরাহাটের মানস সাহার মারা যাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ”বিজেপির একটি ছেলের মৃত্যু হয়েছে। যেকোনও মৃত্যুই দুঃখজনক। ইলেকশনের সময় ওঁর মাথায় চোট লাগলেও সেরে গিয়েছিল। তারপর অন্য কোনও সার্জারিতে হাসপাতালে ছিল, মারা গিয়েছে।” মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায় ”বিজেপির এক কর্মীর মৃত্যু হয়েছে, তাও তৃণমূলের আক্রমণের। ওনার দুঃখ পাওয়া উচিত। তার বদলে উনি বলছেন কুকুরের ডেডবডি পাঠিয়ে দেবেন। অত্যন্ত লজ্জার।”