ভ্যাকসিনের প্রথম ডোজেই মৃত্যুর পথে যমের কাঁটা ! দাবি কেন্দ্রের

ছবি প্রতিকী

টিডিএন বাংলা ডেস্ক : করোনা ভ্যাকসিনের একটি ডোজ। তাতেই মৃত্যুর মুখে যমের কাঁটা হয়ে দাঁড়াবে ৯৬.৬ শতাংশ ক্ষেত্রে! এমনই দাবি করল কেন্দ্র। দ্বিতীয় ডোজ নেওয়ার পর মৃত্যুর ঝুঁকি কমায় ৯৭.৫ শতাংশ। করোনা মহামারী রুখতে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন মাস্ট। দেশজুড়ে শুরু হয়েছে গণটিকাকরণ।ডিসেম্বরের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে। এই অবস্থায় আরও একটি সুখবর দিল সরকার। কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পল জানিয়েছেন, ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ভ্যাক্সিনেশন। এপ্রিল-মে মাসে যারা কোভিডে মারা গেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। পাশাপাশি তিনি আবেদন জানান, ”মৃত্যুর হাত থেকে বাঁচতে দ্রুত সবাই ভ্যাকসিন নিন।” তবে সরকার স্বীকার করেছে, ভ্যাকসিন নেওয়ার পরও কেউ কেউ সংক্রমিত হচ্ছেন। তবে মৃত্যু হয়নি। এমনকী তাঁদের খুব কম সংখ্যককেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অন্যদিকে বাজারে আসছে সিঙ্গল ডোজের ভ্যাকসিন। সৌজন্যে জনসন। আগামী মাসের মধ্যেই জনসন অ্যান্ড জনসন কোম্পানি বাজারে নিয়ে আসতে চলেছে সিঙ্গল শটের ভ্যাকসিন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জনসনের এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের পর আরও এক বিদেশি ভ্যাকসিন ছাড়পত্র পেল দেশে। জনসনের এই ভ্যাকসিন আমেরিকায় দেওয়া শুরু হয়েছে। বহু মানুষকে যাতে কম সময়ে টিকাকরণ করা যায়, তারজন্য এই সিঙ্গল শট ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ফেব্রুয়ারিতে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই টিকার ট্রায়ালে ছাড়পত্র দেয়।