টিডিএন বাংলা ডেস্ক: উত্তর ত্রিপুরায় আদিবাসীদের পুনর্বাসনের নির্দেশের প্রতিবাদে গত সোমবার থেকেই লাগাতার পানিসাগর এলাকায় বিক্ষোভ দেখিয়ে চলেছেন ছাত্র-ছাত্রী, মহিলা সহ এলাকার বাসিন্দারা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা তান্ডব শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে শ্রীকান্ত দাস নামে এক কাঠমিস্ত্রি প্রাণ হারান। জনতা পুলিশ সংঘর্ষে আহত হন বিশ্বজিৎ দেববর্মা নামে এক দমকলকর্মী। গুরুতর মাথায় আঘাত নিয়ে ত্রিপুরার জিডিপি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ তাঁর মৃত্যু হয়েছে। এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার এই খবর জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
সম্প্রতি মিজোরামের ৩৫,০০০ ব্রু আদিবাসীকে উত্তর ত্রিপুরা পানিসাগর এলাকায় পুনর্বাসন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন এলাকার বাসিন্দারা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারিরা। দীর্ঘক্ষন এর জন্য থমকে যায় গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল। এরপরে অবরোধ তুলতে চেষ্টা করলে জনতা পুলিশের খন্ড যুদ্ধ বেধে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ।
ব্রু আদিবাসীদের পুনর্বাসনের কেন্দ্রের ওই ঘোষণার পর মঙ্গলবার পানিসাগর এলাকায় আদিবাসীরা ২৬ অ-আদিবাসীদের ঘরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর এলাকাবাসীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠে আদিবাসীদের ওপরে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অনেক এলাকাবাসী নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ত্রিপুরা আদিবাসী ও অ-আদিবাসীদের মধ্যে চলতে থাকা সংঘর্ষের জেরে বহু আদিবাসী নিজেদের বাসস্থান ছেড়ে মিজোরামে পালিয়ে যান। এই ঘটনার পর কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পলাতক ওই আদিবাসীদের পুনরায় তাদের বাসস্থানে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।