বিনোদন

ফ্রন্টলাইন কর্মীদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানের উদ্যোগ শুরু দীপিকা পাডুকোনের

টিডিএন বাংলা ডেস্ক : সােনু সুদের পর এবার দীপিকা পাড়ুকোন- করােনা পর্বে দেশের করােনা যােদ্ধাদের মানসিক স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘ ফ্রন্টলাইন অ্যাসিস্ট ’ উদ্যোগ চালু করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । সােনু সুদও করােনা পর্বের শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকেছেন । বলিউডে কেরিয়ার গড়তে একটা সময়ে দীপিকাকে মানসিক বিষন্নতার শিকার হয়েছিল । তিনি বিষন্নতা কাটিয়ে বেরিয়ে আসার লক্ষ্যে যে প্রবল লড়াই চালিয়েছিলেন সে বিষয়ে মিডিয়ার সামনে বারবার মুখ খুলেছেন । তিনি বলেন , ‘ কোভিড পর্বে দেশের মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়েছে ঠিকই , কিন্তু করােনা যােদ্ধাদের কথা ভেবে দেখলে আমরা বুঝতে পারব তাদের কঠিন বাস্তবের মুখে দাড়াতে হয়েছে , যার সরাসরি প্রভাব তাঁদের মনের ওপর পড়েছে । ওই মানুষগুলাের মানসিক স্বাস্থ্য ঠিক করে তােলার লক্ষ্যে আমি নন – প্রফিট সংগঠন ‘ সংঘাত’র সঙ্গে যােগ দিয়েছি । এই সংস্থাটি ভুগছেন এমন মানুষদের সুস্থ করে তােলার লক্ষ্যে মানসিক স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ । তিনি বলেন , “ আমার , নন – প্রফিট সংস্থা ‘ লাইভ লাভ লাফ সংঘাতকে সহায়তা করবে । দীপিকার ক্লোথিং লাইন ‘ দ্য দীপিকা পাড়ুকোন ক্লোজেট’ লাইভ লাভ লাফ ফাউন্ডেশনকে সহায়তা করছে । আমার সংগঠন চাপ , উদ্বেগ , হতাশায় যারা ভুগছেন তাদের সহায়তা করে । তিনি টুইট করে লেখেন , ফ্রন্টলাইন কর্মীরা আমাদের দেশের শিরদাঁড়া তারা কঠিন পরিস্থিতিতে মানসিক আঘাত সয়েও দেশের লড়াইকে দৃঢ় করে তুলছেন এই করােনা যােদ্ধাদের সহায়তার করার পরিকল্পনা নিয়েছি ।

Related Articles

Back to top button
error: