দেশ
বিবাদী পক্ষকে গুলি করে হত্যা, দিল্লি আদালতের ঘটনায় নিহত ১ জন
টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি দ্বারকা নামক স্থানে আদালতের মধ্যে একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হলো। দিল্লির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার রাতে ৮টা নাগাদ দিল্লির একটি আদালতে হাজিরা দিতে আসেন বিবাদীপক্ষের একজন ব্যক্তি। তাকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে একজন আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী ঘটনাস্থল থেকে পালিয়ে যান গুলি করে। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা জানা যায়নি। তবে আদালত চত্তরেই হত্যাকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইনজীবী ও সাধারণ মানুষ সকলের মধ্যে। ঠিক কি কারণে এই হত্যাকান্ড সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।