HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

আজ সপ্তাহের প্রথম দিনেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে ডিইএলএড পরীক্ষা

টিডিএন বাংলা ডেস্ক: আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিইএলএড-এর ২০২০-২০২২ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা। এই ডিইএলএড পরীক্ষাকে নিয়ে ইতিপূর্বে অনেক বিতর্ক তৈরি হয়েছে। যার ফলে সমালোচনার মুখে পড়তে হয়ে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর সেই কারণেই এই বছর অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে তারা। এবার যাতে কোনো সমস্যা না দেখা দেয় সেদিকে কঠর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এই বছর মোট প্রায় ৪২ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। রাজ্য জুড়ে প্রায় ১৫০ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে আজ।পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগাম সতর্কতা হিসাবে এবার সমস্ত পরীক্ষা নেওয়া হচ্ছে সরকারি ডিইএলএড প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারি স্কুল ও কলেজে। কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে পরীক্ষা কেন্দ্র করা হয়নি। সোম, মঙ্গল ও বুধবার বেলা ১২টা থেকে বেলা ৩টে পর্যন্ত পরীক্ষা চলব।

Related Articles

Back to top button
error: