দেশের নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনার ভ্যাকসিন প্রসঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। এই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে দেশের নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রীদের বৈঠকে দিল্লিসহ গোটা দেশের সমস্ত রাজ্যের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার আবেদন জানান।

এবার সেই একই আবেদন জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি টুইট করে লিখেছেন,”করোনা শতাব্দীর সবথেকে বড় মহামারী। নিজেদের মানুষদের এই মহামারী থেকে রক্ষা করা খুবই প্রয়োজনীয়। আমার কেন্দ্র সরকারের কাছে আবেদন করোনার ভ্যাকসিন সমস্ত দেশবাসীকে বিনামূল্যে প্রদান করা হোক। এই বিষয়ে হওয়া ব্যয় অনেক ভারতীয়র জীবন বাঁচাতে সহায়ক হবে।”