দৈনিক ৭০০ মেট্রিকটন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে; কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: প্রতিদিন ৭০০ মেট্রিক টন করে অক্সিজেন দিতেই হবে দিল্লিকে। শুক্রবার কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় আদালতের নির্দেশ না মানলেকেন্দ্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার হুঁশিয়ারিও দেয় শীর্ষ আদালত। দিল্লিতে অক্সিজেনের যোগান নিয়ে চলতে থাকা মামলায় এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন,”৭০০ মেট্রিক টন বলছি মানে ৭০০ মেট্রিক টনই লাগবে। প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে। আমাদের কড়া পদক্ষেপ করতে বাধ্য করবেন না। ফের বলছি, প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে।”