নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ফিলিস্তিনিদের সমর্থনে ও ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করায় এসআইও, ফ্র্যাটারনিটি মুভমেন্ট সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রায় ২ শতাধিক নেতা-কর্মীদের আটক করেছে দিল্লি পুলিশ! এই ঘটনায় হতবাক গোটা দেশ। প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীরা।
জানা গিয়েছে, আজ শুক্রবার দেশের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ফিলিস্তিনিদের সমর্থনে ও ইসরাইলের দখলদারিত্ব-সহিংসতা-নির্মম হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে দেশের বেশ কিছু সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠন। নির্ধারিত সময়ে বিক্ষোভ মিছিলটি শুরু হলে কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশ সেই মিছিলকে আটকানোর চেষ্টা করে। এরপর শুরু হয় ধরপাকড়। দিল্লি পুলিশ এসআইও-এর জাতীয় সভাপতি রমিস ইকে, জাতীয় সেক্রেটারি ইমরান হোসেন, শেখ সোহেল ও ফ্র্যাটারনিটি মুভমেন্টের জাতীয় সভাপতি অসীম খান, সেক্রেটারি নিধা পারভীন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনসাব আমির, শাহরুখ সহ দেশের বেশ কিছু প্রথম সারির ছাত্র নেতাকেও এদিন গ্রেফতার করেছে। মাক্তুব মিডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং ফ্র্যাটারনিটি মুভমেন্ট সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলির প্রায় ২ শতাধিক নেতা-কর্মীকে আটক করে দিল্লি পুলিশ!
দিল্লি পুলিশের এই গ্রেফতারিকে স্বেচ্ছাচারিতা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। সংগঠনটি এক ফেসবুক বার্তায় জানিয়েছে, “দিল্লি পুলিশ অন্যায়ভাবে SIO জাতীয় সভাপতি রমিস ইকে, জাতীয় সেক্রেটারি ইমরান হোসেন এবং শেখ সোহেল সহ বিক্ষোভকারীদের আটক করেছে। যারা যন্তর মন্তরে একটি সমাবেশে ফিলিস্তিনের জনগণের সাথে তাদের সংহতি প্রকাশ করছিল।”
অন্যদিকে ফ্র্যাটারনিটি মুভমেন্টও একটি ফেসবুক বার্তায় লিখেছে, “যন্তর মন্তরে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ কয়েক ডজন ছাত্র নেতা ও মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি দখলদারিত্ব ও সহিংসতার বিষয়ে তাদের প্রতিবাদ জানাতে বিভিন্ন ছাত্র সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। ফ্র্যাটারনিটির সভাপতি অসীম খান, সেক্রেটারি নিধা পারভীন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আনসাব আমির, শাহরুখ সহ ২০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের নিয়ে দুটি বাস জাফরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে, অন্যদের হদিস জানা যায়নি।”