HighlightNewsদেশ

দিল্লি এমসিডিতে তুমুল হট্টগোলের জন্য বিজেপি-আপ কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি এমসিডিতে তুমুল হট্টগোল সৃষ্টির জন্য আম আদমি পার্টি এবং বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। শুক্রবার আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল লড়াই হয়। দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এমসিডি) স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের পর মেয়র শেলি ওবেরয় একটি ভোটকে অবৈধ ঘোষণা করায় পুনরায় গণনার নির্দেশ দেওয়ার পরে, হৈচৈ শুরু হয়।এর জেরে, স্লোগান দিতে থাকেন বিজেপি কাউন্সিলররা। ক্ষমতাসীন আপ কাউন্সিলররাও প্রতিবাদ করেন। তারা টেবিলে উঠে স্লোগান দিতে থাকেন। একে অপরকে লাথি ও ঘুঁষি মারেন। এমনকি, জুতা-চপ্পলও মারা হয় বলে অভিযোগ। এরপর, এই ঘটনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যান বিজেপির দুই কাউন্সিলর শিখা রায় এবং কমলজিৎ সেহরাওয়াত।

Related Articles

Back to top button
error: