HighlightNewsদেশ

দিল্লির দাঙ্গা মামলায় অভিযুক্তদের তরফ থেকে নিযুক্ত আইনজীবী মেহমুদ প্রাচার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির দাঙ্গা মামলায় বেশকিছু অভিযুক্তদের তরফ থেকে নিযুক্ত আইনজীবী মেহমুদ প্রাচার বিরুদ্ধে হজরত নিজামুদ্দিন থানায় এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। কাউন্টার ইন্টেলিজেন্স এবং স্পেশাল সেলের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। সম্প্রতি ২৪ ডিসেম্বর দিল্লি নিজামউদ্দিন চত্বরে অবস্থিত প্রাচার দপ্তরে তল্লাশি চালায় স্পেশাল সেল। দিল্লি পুলিশের এক পদস্থ কর্তার অভিযোগ, তল্লাশি চলাকালীন আইনজীবী মেহমুদ প্রাচা দিল্লি পুলিশের সঙ্গে সহযোগিতা করেননি বরং উল্টে তাঁদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন।

প্রসঙ্গত, দিল্লি পুলিশের অভিযোগ দিল্লির দাঙ্গা মামলায় অভিযুক্তদের তরফে নিযুক্ত আইনজীবী মেহমুদ প্রাচা কিছু অভিযুক্তের জামিনের দস্তাবেজের ক্ষেত্রে দস্তাবেজ ব্যবহার করেছেন। স্পেশাল সেল এ বিষয়টি স্পেশল আদালতকে জানায়। এরপর এই স্পেশাল আদালতের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, আইনজীবী মেহমুদ প্রাচার অভিযোগ, দিল্লি পুলিশ যখন তাঁর কম্পিউটার, ল্যাপটপ ঘেঁটে কোনো প্রমাণ পায়নি তখন তারা বাথরুমেও তল্লাশি চালিয়েছে। শুধু তাই নয় তার এবং তার জুনিয়ারদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তার দাবি দিল্লি পুলিশ যদি এই ঘটনার ভিডিও ফুটেজ নষ্ট না করে দিয়ে থাকে তাহলে সমস্ত সত্যি প্রকাশ্যে আনা সম্ভব হবে।কয়েকটি টুইট করে এ বিষয়ে জানিয়েছেন তিনি।

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
error: