দেশ

দিল্লি দাঙ্গা মামলায় : স্টুডেন্ট এক্টিভিস্টরা অবিলম্বে মুক্তি চাইছেন

টিডিএন বাংলা ডেস্ক : স্টুডেন্ট এক্টিভিস্ট দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং আসিফ ইকবাল তানহাকে গত ১৫ই জুন দিল্লী হাইকোর্ট দিল্লী দাঙ্গায় ষড়যন্ত্র এর মামলায় জামিন মঞ্জুর করেছিল। ট্রায়াল কোর্টের জামিন পিছিয়ে দেওয়া কে পুনরায় চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের কাছে আবেদন করেছে তাদের মুক্তি দিতে।
ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে জামিনের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে পুলিশ।

ফৌজদারী কার্যবিধির ধারা ৪৮২ এর অধীনে হাইকোর্টে দায়ের করা জরুরি আবেদনে তারা জনিয়েছেন যে হাইকোর্টের জামিন মঞ্জুর হওয়া সত্ত্বেও তাদের মুক্তির বিষয়ে ট্রায়াল কোর্টে আদেশ পিছিয়ে দেওয়ার পদক্ষেপ মৌলিক অধিকার লঙ্ঘনকারী।

আজ সকাল ১১ টায় বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি অনুপ জয়রাম ভম্বনীকে নিয়ে গঠিত বেঞ্চ এর সামনে বিষয়টি আলোচনায় উঠতে পারে।

মঙ্গলবার দিল্লির উচ্চ আদালতে জামিন পেলেও তিন অভিযুক্তের ঠিকানা ভেরিফিকেশন সহ নানা কাজে আগামী ২১ জুন পর্যন্ত সময় চেয়ে নিয়েছে পুলিশ। ফলে বুধবার জামিন পেলেও এই তিনজন জেল থেকে মুক্ত হতে পারেননি।

২০২০ সালের মে মাসে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। জমিনের নির্দেশ পাওয়ার পর এই তিনজন নগর দায়রা আদালতে তাদের অবিলম্বে জামিনের মুক্তির আবেদন জানালে সেখানে দিল্লি পুলিশ ২২ তারিখ পর্যন্ত সময় চেয়ে নিয়েছে রিপোর্ট জমা করতে।

Related Articles

Back to top button
error: