টিডিএন বাংলা ডেস্ক: প্রকাশিত হল দেশের সেরা বিশ্ববিদ্যালয়, কলেজের তালিকা। সোমবার সকালে ন্যাশনাল ইন্সটিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২৩ -র তালিকা প্রকাশ করে কেন্দ্র। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ১২টি বিভাগে আলাদা করে তাদের র্যাঙ্কিং জানানো হয়েছে।
সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১ নম্বরে রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স (বেঙ্গালুরু)। ২ নম্বরে জেএনইউ। তিন নম্বরে রয়েছে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ও চার নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবছর প্রথম দশের তালিকায় নেই কলকাতা বিশ্ববিদ্যালয়।
সামগ্রিকভাবে সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে খড়গপুর আইআইটি। সেরা ১০ ম্যানেজ মেন্ট ইন্সটিটিউটের তালিকায় রয়েছে কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট। দেশের সেরা দশটি কলেজের মধ্যে ৫ নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (৮ নম্বরে)। দেশের সেরা ৫টি ল কলেজের মধ্যে ৪ নম্বরে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। সূত্র -পুবের কলম পত্রিকা