নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : বীরভূমের রামপুরহাটে রাতের অন্ধকারে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত বাংলার রাজনীতি। এই নৃশংস ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত ১০-১২ জনের! এই ঘটনায় সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার রামপুরহাটের অগ্নিকান্ডের বিরুদ্ধে সরব হল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন এদিন এক বিবৃতিতে বলেন, ‘আনিস খুনের বিচার এখনো মেলেনি। এক মাসে একাধিক রাজনৈতিক নেতা খুন হয়েছে। আজ আবার বীরভূমে ১০ জনের মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে গুন্ডাদের রাজত্ব চলছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ প্রমানিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসন দল দাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন।
তাঁর দাবি, রাজ্যের অরাজকতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তাঁর কথায়, ‘রাজনৈতিক খুনোখুনির ফলে পরিবেশ বিষাক্ত হচ্ছে, সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে, বদনাম হচ্ছে বাংলার।’ এই অবস্থায় রাজ্যে চলমান রাজনৈতিক হিংসা বন্ধের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকুন। সব দলের পরামর্শ নিয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক হিংসা বন্ধের পরিকল্পনা গ্রহণ করুন।’