Highlightদেশ

কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ ফেরানোর দাবি,প্রস্তাব পাস গুপকর মঞ্চের

টিডিএন বাংলা ডেস্ক : ৩৭০ অনুচ্ছেদ নিয়ে ফের সুর চড়াচ্ছেন জম্মু-কাশ্মীরের নেতারা। অবিলম্বে রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার দাবি জানালো ছটি দলের যৌথ মঞ্চ অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন। সূত্রের খবর, এই দাবিতে অ্যালায়েন্স নেতৃত্ব ফারুখ আব্দুল্লাহর বাসভবনে বৈঠকে বসেন। বৈঠক শেষে মঞ্চের মুখপাত্র তথা সিপিএম নেতা তারিগামি বলেন, “বিশেষ মর্যাদা ফিরে পাওয়া উপত্যকার মানুষের সাংবিধানিক অধিকার। আমরা অন্য কিছু চাইছি না।”

মাসখানেক আগে অ্যালায়েন্স প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপত্যকার নির্বাচন ও রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়। কিন্তু তাতে সমাধান মেলেনি। এই অবস্থায় ফের সুর চড়ালেন অ্যালায়েন্সের প্রতিনিধিরা। তারিগামির অভিযোগ, কিছু মানুষ তাদের দাবিকে দেশবিরোধী তকমা দিতে চাইছে। জোর করে উপত্যকা থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়েছে। এবার সেই অভিযোগ ফের তুলে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে গুপকর জোট। উপত্যকার অবমাননা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি তারিগামির।

তারিগামি এদিন অভিযোগের সুরে আরও বলেন, উপত্যকার মানুষ নীরব। তাই এটাকে নিজেদের সম্মতি ভাবছে কেন্দ্র। বিষয়টি মোটেও তা নয়। জোর করে তাদের দাবিয়ে রাখা হচ্ছে।

Related Articles

Back to top button
error: