HighlightNewsদেশ

ইতিহাস বই-এর পাতা থেকে বাদ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জোট নিরপেক্ষ আন্দোলন বিষয়ক অংশ!

টিডিএন বাংলা ডেস্ক : দীর্ঘ দিন ঘরেই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে পাঠ্যক্রম তথা শিক্ষা ব্যবস্থার গৈরিকি করণের অভিযোগ উঠছে। এবার সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। কেন্দ্রীয় শিক্ষা বোর্ডগুলির জন্য সিলেবাস তৈরির দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা এনসিইআরটি ইতিহাস বইয়ের মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের পরিচয় থেকে ‘পুণের‌ ব্রাহ্মণ’ শব্দ দুটি বাদ দিয়েছে। এর দুদিন আগেই সিবিএসই দশমের পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে ফৈজ আহমেদ ফৈজ‌য়ের কবিতা। তার থেকেও বড়ো কথা হচ্ছে স্কুল-কলেজের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বিষয়ক অংশ। একইসঙ্গে বাদ পড়েছে ঠান্ডা যুদ্ধের সময়ে ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের প্রসঙ্গ। অথচ প্রধানমন্ত্রী জহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর এই জোট নিরপেক্ষ আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণের ফলে বিশ্বের কাছে ভারতের প্রভাব ও সম্মান বহু গুনে বৃদ্ধি করে ছিল। ঠিক কি কারণে এনসিইআরটি সিলেবাস থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ছেঁটে দিচ্ছে? এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, করোনা পরবর্তী সময়ে পড়ুয়াদের উপর সিলেবাসের বোঝা কমাতেই এই উদ্যোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে সিলেবাস হালকা করার নামে কেন বেছে বেছে এই ধরণের গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হবে?

উল্লেখ্য যে, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আশার পর থেকেই বিরোধী রাজনৈতিক দল গুলি অভিযোগ করে আসছে যে, গেরুয়া শিবির পরিকল্পিত ভাবে দেশের শিক্ষা ব্যবস্থার গৈরিকিকরণ করছে। তারা একে একে বিভিন্ন অজুহাতে সিলেবাস থেকে বাদ দিয়েছে ভারতীয় ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ইতিবৃত্ত। বাদ দিয়েছে ধর্মনিরপেক্ষতার শিক্ষা দেয় এমন অধ্যায়গুলি। পরিবর্তে নতুন নতুন অধ্যায় সন্নিবেশিত করেছে যা তাদের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

Related Articles

Back to top button
error: