আন্তর্জাতিক
মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব ডেমোক্র্যাট সদস্যদের
টিডিএন বাংলা ডেস্ক: আগামী ২০ জানুয়ারি শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ। কিন্তু তার আগেই ক্যাপিটালে হামলার ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়ে এবার মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব ডেমোক্র্যাট সদস্যদের। সোমবার চার পাতার ওই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে পেশ করেছেন তাঁরা। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার ভোটাভুটি হতে পারে বলেই জানা গিয়েছে।