HighlightNewsরাজ্য

রাজ্য সরকারের কড়া নির্দেশ উপেক্ষা করে ডিএ’র দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ- ধর্মঘট সরকারি কর্মচারীদের

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য সরকারের কড়া নির্দেশ উপেক্ষা করে ডিএ’র দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ- ধর্মঘট সরকারি কর্মচারীদের। বার বার নবান্ন থেকে নির্দেশিকা দিয়ে সরকারি দফতরে কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা, ধর্মঘটে শরিক হতে নিষেধ করা সত্ত্বেও রাজ্য জুড়ে ব্যাপক ভাবে ফেলে দিল ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের ডাকা ধর্মঘট। রাজ্য সরকারের কড়া নির্দেশকে সম্পূর্ণ উপেক্ষা করেই ডিএ’র দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ- ধর্মঘট পালন করলেন সরকারি কর্মচারীদের একটি বড়ো অংশ।

মূলত বকেয়া ডিএ দেওয়ার, শূন্যপদে দুর্নীতি মুক্ত ভাবে নিয়োগ করার, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, রাজ্যের গণতন্ত্রীক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার প্রভৃতি দাবিকে সামনে রেখে আজ শুক্রবার ধর্মঘটের ডাক দিয়ে ছিল রাজ্য সরকারের কর্মচারী সংগঠন রাজ্য কো অর্ডিনেশন কমিটি। ধর্মঘটে যোগ দিয়েছেন স্কুল শিক্ষকদের একটি বড়ো অংশ ফলে আজ বহু স্কুল ছিল শিক্ষক শূন্য। আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না তাদের ন্যায্য ডিএ প্রদান করা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলতেই থাকবে। প্রয়োজনে তারা সারা রাজ্যের সমস্ত সরকারি অফিস অচল করে দেওয়ার হুমকিও দিয়েছেন।

Related Articles

Back to top button
error: