HighlightNewsআন্তর্জাতিক

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দিল্লিতে ইসরাইলের দূতাবাসের বাইরে বিক্ষোভ, আটক আন্দোলনকারীরা

টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনে বিশেষত গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) এবং অন্যান্য বাম গোষ্ঠীর সদস্যরা সোমবার দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে ফিলিস্তিনিদের সমর্থনে একটি বিক্ষোভের আয়োজন করে। খবরে প্রকাশ, এদিন দূতাবাসের বাইরে প্রায় ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়েছিল। “ফিলিস্তিন স্বাধীন হবে” সহ বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। পুলিশ এপিজে আব্দুল কালাম রোড থেকে অনেক বিক্ষোভকারীকে আটক করেছে। বাকিদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। আটক বিক্ষোভকারীদের জাফরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মাক্তুব। সূত্র- মাক্তুব মিডিয়া

Related Articles

Back to top button
error: