টিডিএন বাংলা ডেস্ক : দুর্গাপুজো যেতে না যেতেই নিম্নচাপের দাপাদাপি। তাও আবার একটা নয়। দু’ দুটি নিম্নচাপ। যার জেরে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহবিদেরা জানিয়েছেন, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের জন্য সুখবর। উত্তরবঙ্গের জেলাগুলির আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আবহাওয়াবিদরা আরও জানিয়েছে, বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি নিম্নচাপ অবস্থান করছে। এটি ক্রমশ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে রবি ও সোমবার আবহাওয়া খারাপ থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে শুধু বাংলা নয়। ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরব সাগরে নিম্নচাপের ফলে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে। সোমবার ও মঙ্গলবার ওড়িষ্যা ও বিহারে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন।