রাজ্য

বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিরসনে ৮ দফা দাবীতে আলিয়ার উপাচার্যকে ডেপুটেশন ফ্র্যাটারনিটির

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, কলকাতা: একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বুধবার ডেপুটেশন দিল ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, রাজ্য সভাপতি মোঃআরমান আলি,প্রাক্তন রাজ্য সভাপতি আরাফাত আলী, আবু তাহের আনসারী ও জুলফিকার আলি মোল্লা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

এদিন ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর পক্ষ থেকে ডেপুটেশনে দাবি করা হয় আলিয়ার প্রশাসনিক ব্যবস্থাপনাকে দূর্নীতি মুক্ত করে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ দিতে হবে।
সেই সঙ্গে মেডিক্যাল ইন্জিনিয়ারিং ও বিজ্ঞান বিভাগকে আরো উন্নত করে আলিয়ার অধিনে জেলায় জেলায় কলেজ স্থাপন করারও দাবি জানানো হয়। ছাত্র-ছাত্রীদের পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা সহ ইসলামিক ইতিহাসের পঠন-পাঠন চালুর দাবিও জানান প্রতিনিধি দলটি।

Related Articles

Back to top button
error: