নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিছু উগ্র স্বার্থান্বেষী গোষ্টি সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্থান মসজিদ ভাঙচুর এবং বাড়িঘরে হামলা করে। যার জেরে এখনও আতংকের পরিস্থিতি বিরাজ করছে সেখানে। রাজ্যে শান্তি সম্প্রীতি রক্ষা ও ক্ষতিগ্রস্ত মসজিদ ও মূর্তি সরকারিভাবে পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি দাবি নিয়ে অল ইন্ডিয়া মিলি কাউন্সিল এর এক প্রতিনিধি দল ঊনকোটি জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, এিপুরা রাজ্য কমিটির প্রশাসনিক সম্পাদক সহ অন্যান্যরা। উল্লেখ্য যে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরাতে মসজিদ ও ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর মুসলিমদের উপর হামলা করা হচ্ছে। অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য শাখা মনে করে, কিছু উগ্র স্বার্থান্বেষী গোষ্টি বাংলাদেশের ঘটনাকে পুঁজি করে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ত্রিপুরাতে অবিলম্বে সমস্ত রকমের হিংসা বন্ধ করে, সাম্প্রদায়িক শান্তি-সম্প্রীতি রক্ষার করতে এবং যারা হিংসা পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে দাবি জানিয়েছেন তারা।