টিডিএন বাংলা ডেস্ক: সেমিফাইনালে খেলতে নেমে প্রথম থেকেই দারুণ খেলেও শেষ পর্যন্ত ফ্রান্সের আক্রমণাত্মক রুপের সামনে থেমে গেল অপরাজেয় মরক্কোর বিজয় রথ। ফাইনালে বিজয়ী হয়ে আরব–আফ্রিকান দেশ হিসাবে প্রথম বারের মত ফুটবল বিশ্বকাপ জয়ের খেতাব ছিনিয়ে আনার স্বপ্ন অধরাই থেকে গেল মরক্কোর ফুটবলারদের। যার ফলে হতাশায় ডুবেছে আরব–আফ্রিকান দেশের সমর্থকরা।
একেবারে শুরু থেকেই গ্রুপ পর্ব তারপর কোয়ার্টার ফাইনাল সব খানেই অসাধারণ খেলে সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ী ফ্রান্সের কাছে ধরাশায়ী হল মরক্কোর ডিফেন্স। সেমিফাইনালে নামার আগ পর্যন্ত কাতার বিশ্বকাপে অপরাজেয় ছিল মরক্কো। বিপক্ষের কোনো প্লেয়ারই মরক্কোর বিরুদ্ধে একটি গোলও করতে পারেনি। একটি গোল হলেও তা ছিল আত্মঘাতী। কিন্তু ফ্রান্স সেই রেকর্ড ভেঙে পরপর ২টি গোল দিয়ে মরক্কোকে বিশ্বকাপ থেকে বিদায় জানালো। তবে ফ্রান্সের কাছে পড়াজিত হলেও মরক্কোর প্লেয়ার দের প্রচেষ্টা ছিল প্রশংসার যোগ্য।