টিডিএন বাংলা ডেস্ক: অনেক বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও অবশেষে সাফল্যের সঙ্গে সম্পন্ন হল ইসরোর গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ। জানা গিয়েছে, আজ শনিবার সকাল ১০টায় শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের বিজ্ঞান গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের প্রথম টেস্ট ফ্লাইটের সফল পরীক্ষা চালিয়েছে। এই মিশনের নাম দেওয়া হয়েছে, টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১ এবং টেস্ট ভেহিকল ডেভেলপমেন্ট ফ্লাইন্ট (টিভি-ডি১)।
পরীক্ষামূলক যানটি নিজের সঙ্গে বহন করছে মহাকাশচারীদের জন্য তৈরি মডিউলটি । মডিউল নিয়ে রকেটটি সাড়ে ষোলো কিলোমিটার উপরে যাবে এবং তারপর তা অবতরণ করবে বঙ্গোপসাগরে। শনিবার পরীক্ষাটি সকাল ৮টায় করার কথা ছিল। পরে তা পিছিয়ে পৌনে নয়টায় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইঞ্জিন ঠিক মতো কাজ করতে না পারায় কিছুক্ষণের জন্য উৎক্ষেপণ স্থগিত করা হয়।
পরবর্তিতে গগনযানের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হতে যখন মাত্র পাঁচ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর কাউন্টডাউন ক্লক-এ লাল কালিতে ভেসে ওঠে হোল্ড অর্থাৎ স্থগিত শব্দটি। পরে ইসরোর তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়, যাত্রা স্থগিতের কারণ চিহ্নিত করা গিয়েছে ও তা সংশোধনও করা হয়েছে।