HighlightNewsদেশ

প্রধানমন্ত্রীর যাত্রাপথে বিক্ষোভ সত্বেও কেন গাড়ি যেতে ছাড়! উঠছে প্রশ্ন

টিডিএন বাংলা ডেস্ক : বুধবার প্রধানমন্ত্রীর কনভয় অবরুদ্ধ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রক কাঠগড়ায় তুলেছে চান্নি সরকারকে। মন্ত্রক সূত্রে খবর, এর পেছনে একাধিক কারণ রয়েছে।

প্রধানমন্ত্রী একজন ভিভিআইপি পার্সন। তার সফর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হয়। কেন্দ্র-রাজ্য যৌথ সমন্বয়ের মাধ্যমে এই কর্মসূচি চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রীর দফতর এই সফরের প্রাথমিক অনুমতি নিয়ে থাকেন। পরের ধাপ থাকে নিরাপত্তা খতিয়ে দেখার। যার দায়িত্বে থাকে এসপিজি। এই কাজে তাদের সাহায্য করে আইবি। যে রাজ্যে প্রধানমন্ত্রীর সফর করবেন সেখানকার পুলিশ প্রধানের সঙ্গে এসপিজি ও আইবি-র শীর্ষ কর্তাদের বৈঠক হয়। এরপর রাজ্য সরকার প্রধান মন্ত্রীর যাত্রাপথে এবং অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা করে। এক্ষেত্রে এসপিজির অনুমোদন নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব অবশ্য থাকে এসপিজি-র উপরই।

সফরসূচিতে আকাশ পথ বাতিল হলে, সড়কপথে যাত্রার প্রয়োজন হলে বা বিকল্প নিতে হলে নিরাপত্তার দায়িত্ব সেই রাজ্যের সরকারের। এসপিজি অনুমোদন নিয়ে তৈরি করতে হয় কনটিনজেন্সি প্ল্যান। এই সব জেনেও পাঞ্জাব সরকার বুধবার যথাযথ দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের। তাদের আরও প্রশ্ন, প্রধানমন্ত্রী রাজ্য সফরে গেলে সাধারণত রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশের ডিজি তাকে অভ্যর্থনা জানান। এদিন তাদের কেউ ছিলেন না।

প্রধানমন্ত্রীর কনভয়ে পাঞ্জাবের মুখ্য সচিব এবং ডিজিপির জন্য গাড়ি বরাদ্দ রাখা হলেও সেই গাড়ি ফাঁকাই ছিল। কেন গরহাজির পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা? সূত্রের খবর, মোদির নিরাপত্তা বলয়ে ছিলেন দুজন আইজি, ৫ জন ডিআইজি, ২০ জন এসপি, ৩৫ জন এএসপি এবং ৮০ জন ডিএসপি। যাত্রাপথে বিক্ষোভ চলছে জেনেও কেন যেতে বলা হলো? উঠছে সেই প্রশ্ন।

Related Articles

Back to top button
error: