HighlightNewsরাজ্য

পঞ্চায়েতে আমাকে আটকে রেখে কিছু হবে না, আইএসএফ মানুষের মনে-বাড়িতে পৌঁছে গিয়েছে: নওশাদ সিদ্দিকী

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: “পঞ্চায়েত ভোটে আমাকে আটকে রাখা সময় নষ্ট ছাড়া কিছু না। আমাকে আটকে রেখে আইএসএফকে কিছু করতে পারবে না। আইএসএফ মানুষের মনে মধ্যে প্রবেশ করেছে। আইএসএফ বাড়ি বাড়ি পৌঁছে গেছে” ব্যাংকশাল কোর্টে ঢোকার মুখে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তাঁর বিষয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি আশা করে ছিলাম স্পিকার স্যার বিধানসভার অধ্যক্ষ হিসাবে আমার কাস্টডিয়ান হয়ে কোনো কথা বলবেন। তিনি কি বলেছেন জানি না। আশা করছি তিনি আগামীদিনে কিছু কথা বলবেন।”

পাশাপাশি এদিন তিনি আরও বলেন, “আমি আইন এর পথেই হাঁটবো। বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে। আমি নিজের জন্য নয় মানুষরে জন্য আন্দোলনে নেমেছি। তাই আমার এই লড়াই চলবেই।”

Related Articles

Back to top button
error: