গুজরাতে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত ৩, ১৮ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি!

টিডিএন বাংলা ডেস্ক : গুজরাতের বন্যা পরিস্থিতি ভয়াবহ। গত কয়েকদিনের নাগাড়ে বর্ষণ। এর জেরে গান্ধিনগর জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম স‍ূত্রে খবর, গান্ধিনগেরর রাজকোটে তিনজনের মৃত্যু হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন ৫ জন। তাঁদের এখনও খোঁজ পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রের খবর। ইতিমধ্যেই রাজকোটের একাধিক জায়গা জলের তলায়। সেখান থেকে বহ‍ু মানুষকে উদ্ধার করে উচ‍ুঁ জায়গায় সরিয়ে আনা হয়েছে।

রাজকোট পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় একটি গাড়ি জলের তোড়ে ভেসে যায়। গাড়িতে দুজন ছিলেন। তাদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ। পুলিশ রাতে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করলেও এখনও পর্যন্ত পুরুষ যাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালেই নয়া মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নির্দেশে গান্ধিনগরের একটি জলমগ্ন এলাকা থেকে প্রায় ২৪ জনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনা।

এরমধ্যে চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দফতরের প‍ূর্বাভাস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত গান্ধিনগরে চলবে বৃষ্টির তাণ্ডব।