HighlightNewsদেশ

“বিকাশ নাকি বিনাশ?” দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকে হাতিয়ার করে ফের কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: চলতি অর্থনৈতিক বছরে  করোনা এবং লকডাউনের প্রভাবে একের পর এক অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশের মানুষ। ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন বহু মানুষ। ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের অবস্থাও শোচনীয়। এই পরিস্থিতিতে ফের একবার দেশের অর্থনৈতিক অবস্থাকে হাতিয়ার করে টুইট করে কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

বিজেপির “সবকা সাথ সবকা বিকাশ” স্লোগানকেই এবার পাল্টা বিজেপির বিরুদ্ধে ব্যবহার করেছেন রাহুল গান্ধী। দেশের অর্থনীতির হাল-হকিকত উল্লেখ করে কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন “বিকাশ নাকি বিনাশ?” নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি টুইট করে দিন রাহুল গান্ধী লেখেন,”ব্যাংক সমস্যায় রয়েছে এবং জিডিপিও। মূল্যস্ফীতি এত বেশি কখনও ছিল না, বেকারত্বও ছিল না।জনসাধারণের মনোবল ভেঙে যাচ্ছে এবং সামাজিক ন্যায়বিচার নষ্ট হচ্ছে প্রতিদিন। বিকাশ নাকি বিনাশ?”

Related Articles

Back to top button
error: