HighlightNewsদেশ

৪০ টি গ্রামের কৃষকদের একত্রিত করে নিয়ে আসা ৪৫ বছর বয়সী ধনা সিং প্রাণ হারালেন ট্রাক দুর্ঘটনায়

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে “দিল্লি চলো” অভিযানের কিছুদিন আগে চল্লিশটি গ্রামের কৃষকদের একত্রিত করে নিয়ে এসেছিলেন ৪৫ বছর বয়সী ধনা সিং। শুক্রবার রাজধানীতে একটি পথদুর্ঘটনায় ভিওয়ানি-দিল্লি মহাসড়কে মৃত্যু হয় তাঁর। ওই পথ দুর্ঘটনায় আহত হন তাঁর আরও দুই সঙ্গী।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার একটি ট্রাক্টর-ট্রলিতে করে করে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ধনা সিংয়ের। বিকার সিং নামে তাদের এক সঙ্গী জানিয়েছেন, ওই ট্রাক্টরটি চালাচ্ছিলেন বলজিন্দর সিং নামে বছর কুড়ির এক চালক। ধনা এবং গোরা সিং তার দুই পাশে বসেছিলেন। প্রায় ২৫ থেকে ৩০ জন গ্রামবাসী ওই ট্রলিতে করে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি ট্রাক পেছন থেকে এসে ওই ট্রাক্টরে ধাক্কা মারে। আচমকা ঐ ধাক্কায় ধারে বসে থাকা ধনা সিং রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ট্রাক্টর ধারে বসে থাকা অপর দুই সঙ্গীর ঢাকার প্রাবল্যে রাস্তায় পড়ে যান তবে তারা প্রাণে বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় তাদের ভিওয়ানি হাসপাতালে ভর্তি করা হয়।

ধনা সিং-এর মৃত্যুর পর কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঋণ মুক্তি এবং ধনা সিং-এর পরবর্তী প্রজন্মের জন্য সরকারি চাকরির দাবি নিয়ে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা। ধনা সিং-এর মরদেহ ইতিমধ্যেই তাঁর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধনা সিং-এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Related Articles

Back to top button
error: