HighlightNewsখেলা

১৯তম ওভারে ছয় হাঁকিয়ে এবি ডি ভিলিয়ার্সকে ছুঁয়ে ফেললেন ধোনি

টিডিএন বাংলা ডেস্ক : আবারও একটি নতুন রেকর্ড গড়লেন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে ১৯তম ওভারের প্রথম বলেই ছয় হাঁকিয়ে এবি ডি ভিলিয়ার্সকে ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১০ রানের পাহাড় গড়েও হারের মুখ দেখেছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার টানা দুই ম্যাচ হারল তারা। চেন্নাই সুপার কিংস হারলেও মাহির ব্যাটিং মন কেড়েছে দর্শকদের।

কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে অপরাজিত অর্ধ-শতরান করা ধোনি লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে গতকাল ১৯তম ওভারে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছয় হাঁকান। ৬ বলে ১৬ রানের ইনিংস খেলেন। সাত নম্বরে নেমে ১২ মিনিট ক্রিজে থেকে ২টি চার ও ১টি ছক্কা হাঁকান চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। তার স্ট্রাইক রেট ছিল ২৬৬.৬৬। এর আগে আইপিএলের ইতিহাসে ১৯তম ওভারে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের। এবি ডি ভিলিয়ার্স ১৯তম ওভারে ৩৬টি ছয় মেরেছিলেন। যেহেতু গতবছর এবিডি সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেহেতু এই বছর এবির সেই রেকর্ড ভেঙ্গে দেওয়ার সুযোগ আছে ধোনির কাছে।

গতকাল ধোনি ইনিংসের শেষ ওভারে চার মেরে ৭০০০ টি-টোয়েন্টি রানের মাইলস্টোন পেরিয়ে যান। ষষ্ঠ ভারতীয় হিসাবে কুড়ি ওভার ক্রিকেটে এই কীর্তি গড়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। ধোনির আগে ৭০০০ টি-টোয়েন্টি রান সংগ্রহ করবার কৃতিত্ব ঝুলিতে পুরেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও রবীন উথাপ্পা। ৭০০০ রানে পৌঁছানোর জন্যে ধোনি নিয়েছেন ৩০৮টি ইনিংস। যার মধ্যে ২২১টি আইপিএল ম্যাচ থেকেই এসেছে ৪৭৯৬ রান।

Related Articles

Back to top button
error: