টিডিএন বাংলা ডেস্ক: টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত গুজরাট টাইটানসকে হারিয়ে আবারও আইপিএলে ফাইনাল কাপ জিতে নিল ধোনির চেন্নাই সুপার কিংস। সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের দুরন্ত ইনিংস ও ঋদ্ধিমান সাহার ৩৯ বলে ৫৪ রানও রক্ষা করতে পারলো না গুজরাটকে। আইপিএল ফাইনালের রিজার্ভ ডে–তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিল বৃষ্টি। এই বৃষ্টিই চেন্নাইকে বিজয়ী হতে সহায়তা করেছে বলে মনে করেন অশ্বিন।
বৃষ্টির সম্ভাবনা প্রকট থাকায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অভিজ্ঞ ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে চেন্নাই এর সামনে ২১৫ রানের বিশাল মাইল ফলক দাঁড় করিয়ে দেয় গুজরাট। সেই রান তাড়া করতে নেমে চেন্নাই ৩ বলে ৪ রান তোলার পর আবার বৃষ্টি নামে। দীর্ঘ বিরতির পর আবার খেলা শুরু হলে পুরো ম্যাচ জুড়েই চলে টানটান উত্তেজনা। কিন্তু শেষ বলে বাউন্ডারি মেরে চেন্নাইকে জিতিয়ে দেয় জাদেজা।