নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: গঙ্গা নদীর পারলালপুর ধুলিয়ান ফেরিঘাটে রাজ্য সরকার অনুমোদিত স্থায়ী টিকিট কাউন্টার, পারলালপুর ঘাটের জন্য এক কোটি টাকারও বেশি বরাদ্দকৃত পাকা জেটিঘাট নির্মাণের কাজ আরম্ভ করা সহ একাধিক দাবিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন দিল পারলাল ধুলিয়ান ফেরিঘাট যাত্রী অধিকার সুরক্ষা কমিটি। এই মর্মে এদিন সংগঠনের কর্মীরা এই সকল দাবি-দাওয়া কে সামনে তুলে ধরে বেশ কিছুক্ষণ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান। পরে এই দাবি সনদ জেলাশাসকের নিকট তুলে দেন সংগঠনের কর্মীরা।