Highlightদেশ

হর্ষ মান্দার কি আব্বাজন মন্তব্যর প্রতিবাদ করেই রোষানলে পড়লেন? উঠছে প্রশ্ন

টিডিএন বাংলা ডেস্ক : ইডির নজরে প্রাক্তন আইএএস। মোদি বিরোধী প্রধান ম‍ুখ হর্ষ মান্দারের বাড়িতে এই হানার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে এর কড়া নিন্দা ও সমালোচনা করা হয়েছে। একাধিক সমাজকর্মী ও বুদ্ধিজীবী এই ঘটনার তীব্র প্রতিবাদ করে বলেছেন, মান্দারকে অযথা হেনস্তা করার জন্যই ইডি এই অভিযান চালিয়েছে।

২৯ জন সমাজকর্মী ও বুদ্ধিজীবীর সই করা একটি বিবৃতি এদিন প্রকাশ করা হয়েছে। স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন সমাজকর্মী অরুণা রায়, যোজনা কমিশনের প্রাক্তন সদস্য সইদা হামিদ, অর্থনীতিবিদ জাঁ দ্রেজে, সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ, সমাজকর্মী কবিতা কৃষ্ণান এবং অ্যানি রাজা প্রমুখ। তাঁরা বলেছেন, জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে। হর্ষ মান্দার সমাজসেবামূলক কাজ করেন। শান্তি ও সংহতির জন্য কাজ করেন। ওঁকে অযথা হেনস্তা করা হচ্ছে। আমরা ইডির এই ভূমিকার তীব্র বিরোধিতা ও নিন্দা করছি। বিজেপির দাবি, আইন আইনের পথে চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের কাজ করছে।

ঘটনা হল, ব‍ুধবার রাত ১০টা নাগাদ যোগী আদিত্যনাথের আব্বাজান মন্তব্যর বিতর্ক নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হর্ষ। ছবিতে দেখা যাচ্ছে, লাঠি হাতে গান্ধিজির মতো দাঁড়ানো এক ব্যক্তি। তাঁর সামনে দাঁড়িয়ে অন্য এক ব্যক্তির প্রশ্ন, আমরা কেআথায় চলেছি আব্বাজান? এই পোস্টের জেরেই কি কোপে পড়লেন মান্দার? প্রশ্ন কংগ্রেস ও সপার।

উল্লেখ্য ২০০২ সালে গ‍ুজরাত দাঙ্গার তীব্র নিন্দা করে সরকারি চাকরি থেকে ইস্তাফা দিয়েছিলেন মান্দার। তারপর থেকেই বিজেপির সঙ্গে শীতল সম্পর্কর শ‍ুর‍ু।

Related Articles

Back to top button
error: