জ্বালানি সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কায় ভারতের অর্থসাহায্যে পৌঁছল ডিজেল

টিডিএন বাংলা ডেস্ক: শ্রীলঙ্কায় ‘জরুরি অবস্থা’ চলাকালীন ভারতের অর্থসাহায্যে পৌঁছলো ডিজেল বোঝাই জাহাজ। শুক্রবারই দেশের জনরোষ নিয়ন্ত্রণে আনতে “জরুরি অবস্থা” ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এদিন সে দেশে প্রকাশিত একটি সরকারি তথ্য অনুসারে শ্রীলংকায় মার্চ মাসে মূল্য বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮.৭ শতাংশ। খাদ্য দ্রব্যের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হয়েছে ৩০ শতাংশেরও বেশি। বিগত ছয় মাস ধরে ধারাবাহিকভাবে মূল্যবৃদ্ধি হয়ে চলেছে শ্রীলংকায়। এহেন আর্থিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কায় ভারতের আর্থিক সাহায্যে জ্বালানি তেল আনা হয়েছে। রাজাপক্ষে সরকার জানিয়েছে, একটি জাহাজে ৪০ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে কলম্বো উপকূলে।
সম্প্রতি কলম্বোয় আয়োজিত বিমস্টেক সম্মেলনে যোগ দিতে গিয়ে শ্রীলঙ্কাকে কম সুদে ১০০ কোটি ডলার (ভারতীয় অংকে যার পরিমাণ প্রায় ৭,৬০০ কোটি টাকা) ঋণ দেওয়ার কথা জানিয়েছিলেন বিদেশ মন্ত্রী সুব্রহ্মন্যম জয়শংকর। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, আপাতত জ্বালানি সংকটে কিছুটা সামাল দেওয়া হচ্ছে।
সম্প্রতি শ্রীলংকার পেট্রোলিয়াম মন্ত্রী উদয় গমনপিলা জানিয়েছিলেন, দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় তলানীতে ঠেকায় দুটি জাহাজে করে বাইরে থেকে তেল এলেও ডলারের অভাবে তাতে হাত দেওয়া যাচ্ছে না। এর ফলে দেশে সৃষ্টি হয়েছে চরম জ্বালানি সংকট। দীর্ঘ লাইন পড়ছে পেট্রল পাম্পগুলিতে। প্রয়োজন অনুযায়ী জ্বালানী না পাওয়াকে কেন্দ্র করে ঘটছে একাধিক অশান্তির ঘটনা। যার জেরে পেট্রল পাম্পগুলিতে সেনা নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। শুধুমাত্র পেট্রল পাম্প নয়, রান্নার গ্যাসের অভাবেও বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে।