টিডিএন বাংলা ডেস্ক: দিলীপ ঘোষ গুন্ডা, নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিজেপিকে আক্রমন করতে গিয়ে এভাবেই হুঙ্কার ছাড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতরাগাছিতে তিনি বলেন, ‘সবার আক্রমণের লক্ষ্য এখন ভাইপো। বিজেপি নেতারা একটাই কথা বলছেন, ভাইপো। সব দলের নেতারাও বারবার বলছেন ভাইপো। ভাইপো বললেও কারও নাম নেওয়ার সাহস নেই। কেউ আমার নাম নিতে সাহস পায়না। নাম ধরে আক্রমণ করলে আইনি ব্যবস্থা নিয়েছি। তাই এখন আর কেউ নাম নিচ্ছে না। বুকের পাটা থাকলে নাম নিয়ে আক্রমণ করুন। আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা। আমি নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন।’।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024