Highlightদেশ

বিজেপির রাজ্য সভাপতির পদ খোয়ালেন দিলীপ ঘোষ, নতুন সভাপতি সুকান্ত মজুমদার

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরলেন দিলীপ ঘোষ। তাঁর জায়গায় বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার বিজেপির তরফে এই নির্দেশিকা জারি করা হল। এদিকে মুকুল রায়ে ছেড়ে যাওয়া সর্বভারতীয় সহ-সভাপতি পদে এলেন দিলীপ ঘোষ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এ কথা জানান। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাই এই রদবদল করেছেন। এমনটাই পদ্ম শিবিরের জারি করা বিবৃতিতে উল্লেখ।

রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। এর আগে একবার তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এবার যে তাঁকে সরানো হবে, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। নতুন নাম ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, দিলীপ ঘোষের কাছে তাঁর পছন্দের নামের তালিকা চেয়েছিলেন নাড্ডা। সেই মতো বেশ কিছু নামের তালিকাও পাঠিয়েছিলেন দিলীপ। সূত্রের খবর, সেই তালিকায় নাম ছিল সুকান্তরও। তাঁর পছন্দেই সিলমোহর দিয়ে সুকান্তবাবুকে বিজেপি রাজ্য সভাপতি বেছে নেওয়া হয়েছে বলে খবর।

‘গুরুদায়িত্ব’ পেয়ে সুকান্ত মজুমদার বলেন, ”দিলীপদা বাংলায় বিজেপির ভিত তৈরি করে দিয়ে গেছেন। দিলীপদার পরামর্শ কাজে লাগাব। বঙ্গ বিজেপিকে আরও শক্তিশালী করাই লক্ষ্য।দলের হয়ে সব দায়িত্ব পালনের চেষ্টা করব। দলকে শক্তিশালী করাই মূল লক্ষ্য।”
কে এই সুকান্ত মজুমদার? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় পিএইচডি করছেন। বালুরঘাটের সাংসদও বটে। রাজনৈতিক মহলের মতে, বঙ্গ বিজেপির ভাবমূর্তি বদলের চেষ্টা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই দিলীপ ঘোষের বদলে উত্তরবঙ্গের সাংসদকে দলের সংগঠনের দায়িত্ব দেওয়া হল। উত্তর ও দক্ষিণবঙ্গ নিয়ে ভাবতে চাইনা। সমগ্র বঙ্গ নিয়েই বাংলা। নতুন দায়িত্ব পেয়ে এমনও জানিয়েছেন সুকান্ত।

Related Articles

Back to top button
error: