নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভাইরাসের সঙ্গে করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অনুব্রত মণ্ডল। শনিবার বীরভূমের ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল কে নাম না করে বিজেপিতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন। এদিন সাংবাদিক সম্মেলনের সেই প্রশ্নের জবাবে অনুব্রত মণ্ডল বলেন,” ও তো পুরো ভাইরাস। ওর মতন ভাইরাস ওয়েস্টবেঙ্গলে আছে নাকি। আমাকে তো নাম না করে বিজেপিতে যাওয়ার কথা বলেছে আমি এবার ওকে বলছি তুমি তৃণমূলে এসো। আমাদের কোন বুথ কমিটিতে এসে বসবে। ওতো ভয়ংকর ভাইরাস। কোন ডোবার জলে চান করিয়ে নেব। আর ওদের তো গোবর মাখা অভ্যাস আছে গোবর মাখিয়ে দেব।