Highlightরাজ্য

‘দিদিকে ভরসা করলে কপালে তালিবানের গুলি’, আবারো বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

টিডিএন বাংলা ডেস্ক : আবারো বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সাথে বিতর্কের সম্পর্ক যেন সমানুপাতিক। বর্তমানে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতি দেখে আঁতকে উঠছে গোটা বিশ্ব। সে দেশে এখনো আটকে আছে ভারত তথা বিশ্বের বহু মানুষ। সেই তালিকায় আছে বাংলারও বহু মানুষ। বুধবারই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে আফগান ভূমে আটকে পড়েছেন বাংলার ২০০ জন। তাঁদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

আর এই প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি এদিন কটাক্ষ করে বলেন- ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত।’ এছাড়াও আরও একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন রাজ্য বিজেপির সভাপতি। কিন্তু কেন তিনি এমন বিতর্কিত মন্তব্য করলেন তার ব্যাখ্যা দেননি।

এই পরিস্থিতিতে মোদির উপর ভরসা রাখার পরামর্শ দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘লকডাউনের সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ফেরানোর ব্যবস্থা করেছিলেন। এবারও তিনিই ব্যবস্থা করবেন ভরসা করুন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত।’

দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‌বাংলার সরকারের হাতে যদি বিদেশ দফতর, প্রতিরক্ষা দফতর এবং আন্তর্জাতিক বিমান থাকত, তাহলে আমাদের সরকার সকলকে ফিরিয়ে আনত। সাংবিধানিক কাঠামোয় আমাদের কেন্দ্রীয় সরকারকে লিখতে হচ্ছে। কেন্দ্রে যাঁরা থাকবেন, তাঁদের করতে হবে। এখানে মোদি-দিদি করার দরকার নেই।’‌

উল্লেখ্য, পেটের টানে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ গিয়েছিলেন আফগানিস্তানে। তাঁরা ভাবতেও পারেননি এহেন বিপদ তাঁদের অপেক্ষায়। কয়েক মাস আগে থেকেই অশান্তি বাড়তে থাকে আফগানিস্তানে। তবে এত সহজে তালিবানরা কাবুল দখল করে নেবে তা হয়তো ভাবেননি কেউই। তাই ক্রমাগত অশান্তি বাড়তে থাকলেও সে দেশ ছেড়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নেননি বহু মানুষ। অবশেষে তালিবানরা কার্যত গোটা আফগানিস্তান দখল করে নিতেই দেশ ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কোনও মতে প্রাণ নিয়ে কাবুলিওয়ালাদের দেশ ছাড়তে চাইছেন প্রত্যেকেই।

Related Articles

Back to top button
error: