টিডিএন বাংলা ডেস্ক: আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাটের দিকে ধেয়ে আসছে। ১৫ জুন বিকেলে কচ্ছ জেলার জাখাউ বন্দরে আঘাত হানতে চলেছে এই ঝড়। এই সময়ে, বাতাস বইতে পারে ১৫০ কিমি প্রতি ঘন্টা বেগে। তবে, তার আগে ঝড় কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও এটি এখনও বিপজ্জনক। ঝড়ের কারণে, গুজরাট এবং মুম্বইয়ের উপকূলীয় অঞ্চলে বজ্রপাত অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুজরাটের উপকূলীয় জেলা কচ্ছ, পোরবন্দর, দ্বারকা, জামনগর, জুনাগড় এবং মোরবির ঝড়-বিধ্বস্ত এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সাড়ে সাত হাজার জনকে স্থানান্তর করা হয়েছে। কচ্ছ-সৌরাষ্ট্রে, সমুদ্র উপকূল থেকে ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামের ২৩ হাজার মানুষকে আজ থেকে স্থানান্তর করা হবে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024