HighlightNewsদেশ

মুসলিম যাত্রীদের নামায পড়তে দেওয়ার অপরাধে চাকরি থেকে বরখাস্ত, ক্ষোভে আত্মহত্যা কন্ডাক্টরের

টিডিএন বাংলা ডেস্ক: হিন্দু হয়ে মুসলিম যাত্রীদের নামাযের অনুমতি কেন? যোগীরাজ্যে সামান্য অপরাধে চাকরি খোয়াতে হয়েছিল এক বাস কন্ডাক্টরকে। কাজ হারানোর অবসাদে অবশেষে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন যুবক।

জানা গেছে, ৩ জুন বরেলি-দিল্লি হাইওয়েতে বাসের দুই যাত্রীকে নামাজ পড়ার অনুমতি দিয়ে কিছুক্ষণের জন্য বাস থামিয়ে ছিল  কন্ডাক্টর মোহিত যাদব ও চালক কেপি সিং। সংশ্লিষ্ট ঘটনায় উভয়কেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। এরপরই অর্থাভাবে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সেই কন্ডাক্টর। রবিবার রাতে নিখোঁজ হন মোহিত যাদব। পরদিন সকালে বাড়ির কাছে রেললাইনের ধারে তাঁর দেহ পাওয়া যায়। মোহিত উত্তরপ্রদেশের মৈনপুরীর ঘিরর থানার নাগলা খুশালি এলাকার বাসিন্দা।

 

প্রায় ৮ বছর ধরে ইউপিএসআরটিসি-তে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন মোহিত। ১৭ হাজার টাকা মাসিক বেতন পেতেন। মোহিতের মৃত্যুর পর তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, কাজ হারানোর পর থেকে ওর কাছে খাবারের টাকা টুকু ছিল না। ওর টাকা ফুরিয়ে গিয়েছিল। সংসার চালাতে হিমশিম খাচ্ছিল। সূত্র – পুবের কলম

পত্রিকা

Related Articles

Back to top button
error: