টিডিএন বাংলা ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্কুল তৈরির জন্য জমি দিয়ে হাইকোর্টের তোপের মুখে রাজ্য সরকার। নিউটাউনের ওই জমি সুপ্রিমকোর্টের নির্দেশ অমান্য করে দেওয়া হয় বলে মনে করছে হাইকোর্ট। যার জেরে রাজ্য সরকার ও হিডকোকে ৫০ হাজার টাকা জরিমানা করল আদালত। পাশাপাশি আদালতের নির্দেশ, জমি নেওয়ায় প্রতীকী জরিমানা হিসেবে সৌরভ ও তার প্রতিষ্ঠানকে দিতে হবে ১০ হাজার টাকা।
নিউটাউনে জমিটি যেভাবে সৌরভকে দেওয়া হয়েছিল, তার তীব্র সমালোচনা করেছে হাইকোর্ট। আদালতের বক্তব্য এই দেশে বরাবরই ক্রীড়াবিদদের কদর করা হয়। যারা দেশকে প্রতিনিধিত্ব করে, তাদের গুরুত্ব আরও বেশি। সেই হিসেবে সৌরভ দেশের গর্ব। কিন্তু তাকে যে ভাবে জমি দেওয়া হয়েছিল, তা বেআইনি। আইনের চোখে সবাই সমান। তিনি বাণিজ্যিক কাজে সরকারের কাছে জমি নিয়েছেন। অথচ কোনও স্বচ্ছতা অবলম্বন করা হয়নি। মামলা হওয়ার পর তিনি সেই জমি গতবছর ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যকে। আদালতের পর্যবেক্ষণ হল, এই জমি নিয়ম মেনে দেওয়া হয়নি। সৌরভ যেভাবে জমি ফেরত দিয়েছেন, তাও বৈধ নয়।
আদালতে বক্তব্য, সৌরভকে প্রথমে যে দামে জমি দেওয়া হয়েছিল, পরের তার আবেদনে জমির দাম অর্ধেক করে দেওয়া হয়। আইনে এর কোনও ব্যাখ্যা নেই। কোনও দরপত্র না ডেকে কীভাবে একজনকে বাণিজ্যিক কাজের জন্য সরকার জমি দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। উল্লেখ্য প্রথমে নিউটাউনে অ্যাকশন এরিয়া-৩- এ সৌরভকে একটি ছোট জমি দেয় হিডকো। পরে আরও একটি বড় জমি অ্যাকশন এরিয়া-২ পাওয়ার জন্য এবং দাম আরও কমানোর জন্য আবেদন করেন সৌরভ। মামলায় আইনজীবী অনিন্দ্য লাহিড়ি অভিযোগ করেন, ১১ কোটি টাকার জমি সৌরভের অনুরোধে প্রায় ৬ কোটি টাকায় দিয়ে দেওয়া হয়েছিল। গোটা পদ্ধতি বেআইনি।